Linux Networking Related Command Details
এই পোস্টে আমরা লিনাক্সের নেটওয়ার্কিং সম্পর্কিত কিছু কমান্ড শিখবো যেগুলো প্রতিনিয়ত আমাদের দরকার হয়। NIC Card, IP Address, MAC Address, IPv6 Address, Link Local Address, Gateway, Route, DNS, IP Configure সহ অনেক বিষয় তুলে ধরা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে এই কমান্ড গুলা অধিকাংশ লিনাক্স ডিস্ট্রিবিউশনে কাজ করবে। এই পোস্টে নেটওয়ার্ক সম্পর্কিত দুই (০২) ধরণের কমান্ড নিয়ে আলাপ করা হবে। যারা লিনাক্সে নতুন তাদের জন্য এই পোষ্ট খুবই উপকারী বলে আমি মনে করি।
1. লিনাক্স সিস্টেমে নেটওয়ার্ক ইন্টারফেসের (LAN কার্ড) লিস্ট জানতে চাইলে নিচের দুইটা কমান্ড দিতে পারিঃ
[root@desktop ~]# ifconfig -a
[root@desktop ~]# ip link
নোটঃ ‘ifconfig’ অনেক ডিস্ট্রিবিউশনে কাজ করবে না সেক্ষেত্রে ‘net-tools’ নামক প্যাকেজ ইন্সটল করে নিতে হবে।
2. লিনাক্সে Active নেটওয়ার্ক কার্ডের IP এবং MAC Address দেখার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop ~]# ifconfig
3. লিনাক্সে নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক কার্ডের IP অথবা MAC এড্রেস জানার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop ~]# ifconfig eth0
নোটঃ উপরে ‘ifconfig ens160’ ব্যবহার করে নেটওয়ার্ক কার্ডের ইনফরেমশন বের করা হয়েছে। নেটওয়ার্ক কার্ডের নাম হচ্ছে ‘ens160’ এবং ‘inet’ এর অর্থ হচ্ছে IPv4 Address এবং Inet6 এর অর্থ হচ্ছে IPv6 Address, পাশাপাশি ‘ether’ অর্থ Ethernet (MAC) অ্যাড্রেস।
4. লিনাক্সে অস্থায়ী ভাবে IP Address বসানোর জন্য নিচের কমান্ড টি দিতে পারিঃ
[root@desktop ~]# ifconfig eth0 192.168.11.254
[root@desktop ~]# ifconfig eth0 192.168.11.254 netmask 255.255.255.224
নোটঃ সিস্টেমে অস্থায়ী আইপি অ্যাড্রেস বসানোর জন্য উপরের কমান্ড ব্যবহার করা যেতে পারে। প্রথম কমান্ডে আইপি অ্যাড্রেসের সাথে Subnet Mask হিসেবে ডিফ্লট নিয়ে নিবে। আর আমরা যদি Subnet Mask উল্লেখ করতে চাই, তাহলে দ্বিতীয় কমান্ডের মত উল্লেখ করতে হবে। নেটওয়ার্ক ইন্টারফেস হিসেবে ‘eth0’ ব্যবহার হয়েছে।
5. লিনাক্সে নেটওয়ার্ক কার্ড Disable/enable করার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop ~]# ifdown eth0 (disable)
[root@desktop ~]# ifup eth0 (enable)
6. লিনাক্সে একটা ইন্টারফেসে একাধিক IP Address বসানোর কমান্ডঃ
[root@desktop ~]# ip addr add 192.168.11.252/24 dev eth0
[root@desktop ~]# ip addr add 192.168.11.253/24 dev eth0
[root@desktop ~]# ip addr add 192.168.11.254/24 dev eth0
নোটঃ উপরের কমান্ডে একটি ইন্টারফেসে অস্থায়ী পদ্ধতিতে একাধিক আইপি অ্যাড্রেস বসানো হয়েছে, এক্ষেত্রে সিস্টেম Restart দিলে চলে যাবে।
7. লিনাক্সে একটা ইন্টারফেস দিয়ে একাধিক ভার্চুয়াল ইন্টারফেস তৈরী এবং IPv4 বসানোর কমান্ডঃ
[root@desktop ~]# ifconfig ens192:1 192.168.11.151/24
[root@desktop ~]# ifconfig ens192:2 192.168.11.152/24
[root@desktop ~]# ifconfig ens192:3 192.168.11.153/24
নোটঃ উপরের কমান্ডে ‘ens192’ ইন্টারফেসের (MAC) ব্যবহার করে তিনটি (০৩) ভার্চুয়াল ইন্টারফেস (ens192:1, ens192:2, ens192:3) তৈরি করা হয়েছে। অর্থাৎ তিনটি (০৩) ইন্টারফেসের MAC Address একই দেখাবে মূল ইন্টারফেস ‘ens192’ থেকে। সিস্টেম Restart দিলে আইপি (IP Address) চলে যাবে। এটা চাইলে স্থায়ী ভাবে করা যাবে। IP based ভার্চুয়াল হোস্টিং –এর কাজে ব্যবহার হয়।
8. লিনাক্সে রাউটিং টেবিল দেখার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop ~]# route -n
নোটঃ সিস্টেমে আইপি অ্যাড্রেস না থাকলে কোনও রাউট টেবিল আসবে না। আবার সিস্টেমে একাধিক নেটওয়ার্ক/ইন্টারফেস থাকলে ডিফল্ট গেটওয়ে সবার উপরে থাকবে।
9. লিনাক্সে ডিফল্ট গেটওয়ে Add করার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop ~]# route add default gw 192.168.11.254
[root@desktop ~]# route add default gw 192.168.11.254 eth0
নোটঃ উপরের দ্বিতীয় কমান্ডের শেষে ইন্টারফেস হিসেবে ‘eth0’ দেখানো হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কোনও ইন্টারফেস দিয়ে রাউট দিতে চাইলে সেই ইন্টারফেসের নাম উল্লেখ করতে হবে।
10. লিনাক্সে ডিফল্ট গেটওয়ে Remove করার কমান্ড হচ্ছেঃ
[root@desktop ~]# route del default gw 192.168.11.254
[root@desktop ~]# route del default gw 192.168.11.254 eth0
11. লিনাক্সে static route add/delete করার কমান্ড হচ্ছেঃ
[root@desktop ~]# ip route add 172.24.16.0/24 via 192.168.12.2 dev eth0
[root@desktop ~]# ip route del 172.24.16.0/24
নোটঃ উপরের কমান্ডে নির্দিষ্ট ইন্টারফেস ‘eth0’ দিয়ে এবং নেক্সট গেটওয়ে (Hop) 192.168.12.2 হয়ে রাউট যোগ করা হয়েছে।
Search
Archives
- January 2025 (1)
- December 2024 (5)
- September 2023 (1)
- April 2023 (1)
- October 2021 (16)
- September 2021 (13)
- July 2021 (8)
- June 2021 (25)
- May 2021 (2)