91. ‘journalctl’ কমান্ড ব্যবহার করে সিস্টমের সার্ভিস বা ডেমন সম্পর্কিত বিস্তারিত জানা যায়ঃ
[root@desktop ~]# journalctl
[root@desktop ~]# journalctl -xe
92. ‘kill’ কমান্ড ব্যবহার করে সিস্টেমের বিভিন্ন প্রসেস স্থায়ী ভাবে সাসপেন্ড (kill) করা হয়ঃ
[root@desktop ~]# firefox &
[root@desktop ~]# pidof firefox
2717
[root@desktop ~]# kill 2717
নোটঃ ‘firefox’ কমান্ড ব্যবহার করে প্রথমে Firefox ব্রাউজার রান করে নেওয়া হয়েছে। তারপরে ‘pidof firefox’ কমান্ড ব্যবহার করে Firefox এর প্রসেস আইডি বের করা হয়েছে। পরে ‘kill ’ কমান্ড ব্যবহার করে Firefox এর প্রসেস স্থায়ী ভাবে সাসপেন্ড (kill) করা হয়েছে।
93. ‘last’ কমান্ড ব্যবহার করে কোন ইউজার কবে, কখন, কোথা থেকে, কিভাবে লগইন করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবেঃ
[root@desktop ~]# last
94. ‘lastb’ কমান্ড ব্যবহার করে কোন কোন ইউজার সিস্টেমে লগইন করার জন্য চেষ্টা করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবেঃ
[root@desktop ~]# lastb
95. ‘less’ কমান্ড ব্যবহার করে যেকোনো ফাইলের উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রলিং করে দেখা যাবেঃ
[root@desktop ~]# less /etc/passwd
নোটঃ ‘less’ কমান্ড থেকে বের হওয়ার জন্য কীবোর্ড থেকে ‘q’ বাটন প্রেস করতে হবে।
96. ‘locate’ কমান্ড ব্যবহার করে সিস্টেমে বিভিন্ন ধরনের ফাইল খুঁজে বের করা যাবেঃ
[root@desktop ~]# locate .exe
[root@desktop ~]# locate sshd_config
97. ‘logname’ কমান্ড ব্যবহার করে বর্তমান টার্মিনালে কোন ইউজার লগইন করে আছে জানা যাবেঃ
[root@desktop ~]# logname
98. ‘logout’ কমান্ড ব্যবহার করে কমান্ড/রিমোট কনসোল থেকে লগ-আউট (logout) করা যাবেঃ
[root@desktop ~]# logout
99. ‘ln’ কমান্ড ব্যবহার করে দুইটি ফাইলের মধ্যে লিংক (Hardlink/Softlink) তৈরি করা যায়ঃ
[root@desktop ~]# ln –s /etc/passwd passwd-soft
[root@desktop ~]# ln /etc/passwd passwd-hard
[root@desktop ~]# ls –l
নোটঃ ‘ln’ কমান্ড ব্যবহার করে লিংক ফাইল তৈরি করা হয়েছে ‘-s’হচ্ছে সফট লিংক তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। ‘ls -l’ কমান্ড দিয়ে দেখা হল লিংক ফাইল তৈরি হয়েছে কিনা। যে ফাইলের শুরুতে ‘l’ আছে সেটা সফট লিংক (Softlink) ফাইল এবং অন্যটি হচ্ছে হার্ডলিংক (Hardlink) ফাইল।
100. ‘ll’ কমান্ড ব্যবহার করে ডিরেক্টরির মধ্যে সকল ফাইল/ডিরেক্টরির বিস্তারিত তথ্য পাওয়া যাবেঃ
[root@desktop ~]# ll
drwxr-xr-x. 2 root root 6 Sep 18 07:52 Desktop
drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Documents
drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Downloads
drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Music
drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Pictures
