Intranet, Extranet, Internet Concepts

Local Area Network (LAN) কে এক কথায় বলতে পারি ‘Intranet’ অর্থাৎ কোনও প্রতিষ্ঠানের নিজেস্ব বা প্রাইভেট নেটওয়ার্ক কে বলা হয় ‘Intranet’ যেখানে অন্য কোনও ইউজার বা নেটওয়ার্কের কোনও প্রকার এক্সেস থাকে না। Intranet এর সাইজের কোনও প্রকার লিমিট নাই অর্থাৎ একটি অর্গানাইজেশনের প্রাইভেট নেটওয়ার্ক যত বড়ই হোক না কেন সেটা Intranet এর আওতায় পড়বে। একটি Intranet নেটওয়ার্কের মধ্যে প্রত্যেক ইউজার/ডিভাইস ইন্টারনাল নেটওয়ার্ক স্পীডের মাধ্যমে একটি অপরটির সাথে যোগাযোগ করে। Intranet থেকে অন্য কোনও নেটওয়ার্ক বা আরেকটি ‘Intranet’ ডোমেইনে প্রবেশ করতে হলে রাউটার হয়ে যেতে হবে। আর একের অধিক Intranet মিলে গঠিত হয় ‘Internet’ বা ইন্টার-নেটওয়ার্ক (Inter-network) আর এই কাজটি করে থাকে রাউটার নামক ডিভাইস।

Figure: Intranet, Extranet and Internet Concepts

নেটওয়ার্কিং-এ আরেকটি কনসেপ্ট আছে সেটা হচ্ছে ‘Extranet’ নেটওয়ার্ক। ‘Extranet’ মূলত Intranet এর ধারণা থেকেই তৈরি হয়েছে। একটি Intranet নেটওয়ার্কের অতিরিক্ত সংযোজন হচ্ছে ‘Extranet’ নেটওয়ার্ক অর্থাৎ একটি অর্গানাইজেশনের আলাদা শাখা, সহ-প্রতিষ্ঠান, পার্টনার, ভেন্ডর, কাস্টমারের সমন্বয়ে গঠিত হয় ‘Extranet’ নেটওয়ার্ক।

Figure: Intranet, Extranet & Internet Network

[sp_comments_block]