Create, Modify, and Delete Group Account in Linux
এই পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা একটা গ্রূপ তৈরি করবো যেটার নাম ‘linuxadmin’ এবং এই গ্রূপের GID (group ID) হবে 5000 এবং আরেকটা গ্রূপ তৈরি করা হবে, যেটার নাম ‘sales’ এবং GID হবে 6000, পরবর্তীতে ‘sales’ গ্রূপের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হবে ‘marketing’ এবং ‘linuxadmin’ গ্রূপের GID পরিবর্তন করে নতুন GID দেওয়া হবে ‘7000’ । এরপর যেটা করা হবে সেটা হচ্ছে, কোনও একজন ইউজার ‘user1′ কে ‘linuxadmin’ গ্রূপে ঢুকাবো। এখানে প্রতিটা Group, GID এবং user চেক করা হবে এবং পরবর্তীতে ‘marketing’ গ্রূপটি রিমুভ করা হবে।
➡ নতুন একটা ‘linuxadmin’ নামে গ্রূপ তৈরী করা হয়েছে GID 5000 দিয়েঃ
[root@desktop0 ~]# groupadd -g 5000 linuxadmin
➡ আরেকটা ‘sales’ নামে আরেকটা গ্রূপ তৈরি করা হবে GID 6000 দিয়েঃ
[root@desktop0 ~]# groupadd -g 6000 sales
➡গ্রূপ তৈরি হইছে কিনা নিচের কমান্ডের মাধ্যমে চেক করতে পারিঃ
[root@desktop0 ~]# grep linuxadmin /etc/group
[root@desktop0 ~]# grep sales /etc/group
➡এখন ‘sales’ গ্রূপের নাম পরিবর্তন করে নতুন নাম ‘marketing’ দেওয়া হবেঃ
[root@desktop0 ~]# groupmod -n marketing sales
➡এখন ‘linuxadmin’ গ্রূপের GID পরিবর্তন করে নতুন GID ‘7000 দেওয়া হবেঃ
[root@desktop0 ~]# groupmod -g 7000 linuxadmin
[root@desktop0 ~]# grep linuxadmin /etc/group
➡এখন একজন ইউজার ‘user1′ কে ‘linuxadmin’ গ্রূপে ঢোকানো হবেঃ
[root@desktop0 ~]# useradd -a -G linuxadmin user1
➡এখন প্রত্যেকটা Group, GID এবং user1 চেক করে দেখা হবেঃ
[root@desktop0 ~]# id user1
[root@desktop0 ~]# groups user1
➡এখন ‘marketing’ গ্রূপটি রিমুভ করার জন্য নিচের কমান্ডঃ
[root@desktop0 ~]# groupdel marketing
[root@desktop0 ~]# grep /etc/gruop
Search
Archives
- December 2024 (3)
- September 2023 (1)
- April 2023 (1)
- October 2021 (16)
- September 2021 (13)
- July 2021 (8)
- June 2021 (25)
- May 2021 (2)