online assessment test
CSL Training এর প্রতিটি কোর্সের জন্য রয়েছে আলাদা আলাদা ‘Online Assessment Test’ সুবিধা। প্রতিটি ব্যাচে যথাক্রমে ২৫%, ৫০%, ৭৫% এবং ১০০% ক্লাস শেষ হলেই Instructor কর্তৃক চারটি ‘Online Assessment Test’ নেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান যাচাই করতে পারে। ‘Online Assessment Test’ রয়েছে ৭৫% পাশ মার্ক, যারা চারটি ‘Online Assessment Test’ -এ অংশগ্রহন করবে এবং ৭৫% মার্ক পেয়ে পাশ করবে, তারাই কেবল ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত কোর্স সম্পন্ন সার্টিফিকেট নিতে পারবে।