You are currently viewing Linux Commands are Commonly Use – 10

Linux Commands are Commonly Use – 10

➡91. ‘journalctl’ কমান্ড ব্যবহার করে সিস্টমের সার্ভিস বা ডেমন সম্পর্কিত বিস্তারিত জানা যায়ঃ

[root@desktop ~]# journalctl

[root@desktop ~]# journalctl -xe

➡92. ‘kill’ কমান্ড ব্যবহার করে সিস্টেমের বিভিন্ন প্রসেস স্থায়ী ভাবে সাসপেন্ড (kill) করা হয়ঃ

[root@desktop ~]# firefox &

[root@desktop ~]# pidof firefox

2717

[root@desktop ~]# kill 2717

নোটঃ ‘firefox’ কমান্ড ব্যবহার করে প্রথমে Firefox ব্রাউজার রান করে নেওয়া হয়েছে। তারপরে ‘pidof firefox’ কমান্ড ব্যবহার করে Firefox এর প্রসেস আইডি বের করা হয়েছে। পরে ‘kill ’ কমান্ড ব্যবহার করে Firefox এর প্রসেস স্থায়ী ভাবে সাসপেন্ড (kill) করা হয়েছে।

➡93. ‘last’ কমান্ড ব্যবহার করে কোন ইউজার কবে, কখন, কোথা থেকে, কিভাবে লগইন করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবেঃ

[root@desktop ~]# last

➡94. ‘lastb’ কমান্ড ব্যবহার করে কোন কোন ইউজার সিস্টেমে লগইন করার জন্য চেষ্টা করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবেঃ

[root@desktop ~]# lastb

➡95. ‘less’ কমান্ড ব্যবহার করে যেকোনো ফাইলের উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রলিং করে দেখা যাবেঃ

[root@desktop ~]# less /etc/passwd

নোটঃ ‘less’ কমান্ড থেকে বের হওয়ার জন্য কীবোর্ড থেকে ‘q’ বাটন প্রেস করতে হবে।

➡96. ‘locate’ কমান্ড ব্যবহার করে সিস্টেমে বিভিন্ন ধরনের ফাইল খুঁজে বের করা যাবেঃ

[root@desktop ~]# locate .exe

[root@desktop ~]# locate sshd_config

➡97. ‘logname’ কমান্ড ব্যবহার করে বর্তমান টার্মিনালে কোন ইউজার লগইন করে আছে জানা যাবেঃ

[root@desktop ~]# logname

➡98. ‘logout’ কমান্ড ব্যবহার করে কমান্ড/রিমোট কনসোল থেকে লগ-আউট (logout) করা যাবেঃ

[root@desktop ~]# logout

➡99. ‘ln’ কমান্ড ব্যবহার করে দুইটি ফাইলের মধ্যে লিংক (Hardlink/Softlink) তৈরি করা যায়ঃ

[root@desktop ~]# ln –s /etc/passwd passwd-soft

[root@desktop ~]# ln /etc/passwd passwd-hard

[root@desktop ~]# ls –l

নোটঃ ‘ln’ কমান্ড ব্যবহার করে লিংক ফাইল তৈরি করা হয়েছে ‘-s’হচ্ছে সফট লিংক তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। ‘ls -l’ কমান্ড দিয়ে দেখা হল লিংক ফাইল তৈরি হয়েছে কিনা। যে ফাইলের শুরুতে ‘l’ আছে সেটা সফট লিংক (Softlink) ফাইল এবং অন্যটি হচ্ছে হার্ডলিংক (Hardlink) ফাইল।

➡100. ‘ll’ কমান্ড ব্যবহার করে ডিরেক্টরির মধ্যে সকল ফাইল/ডিরেক্টরির বিস্তারিত তথ্য পাওয়া যাবেঃ

[root@desktop ~]# ll

drwxr-xr-x. 2 root root 6 Sep 18 07:52 Desktop

drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Documents

drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Downloads

drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Music

drwxr-xr-x. 2 root root 6 Sep 17 21:06 Pictures