➡ 41. ‘e2fsck’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে ‘ext3/ext4/xfs’ টাইপের ফাইল সিস্টেম চেক (error) করা যাবে। উল্লেখ্য যে, ‘e2fsck’ কমান্ড ব্যবহারের সময় এটা unmount অবস্থায় থাকতে হবে।
[root@desktop ~]# e2fsck /dev/sda3
/dev/sda3: clean, 11/873120 files, 97828/3490304 blocks
➡42. ‘e2label’ কমান্ড ব্যবহার করে লিনাক্সে ‘ext3/ext4/xfs’ টাইপের ফাইল সিস্টেমে নাম/লেবেল দেওয়া যাবে। এখানে ‘e2label’ কমান্ডের মাধ্যমে ‘/dev/sda5’ ফাইল সিস্টেমের নাম চেক করা হবে এবং একটি নাম দেওয়া হবে। মনে রাখতে হবে এটা অবশ্যই ‘ext3/ext4/xfs’ টাইপের ফাইল সিস্টেম হতে হবে।
[root@desktop ~]# e2label /dev/sda5
(no name)
[root@desktop ~]# e2label /dev/sda5 backup ; ‘backup’ is new name
[root@desktop ~]# e2label /dev/sda5
backup
➡43. ‘echo’ কমান্ড ব্যবহার করে কোনো লাইন বা টেক্সট টার্মিনালে প্রিন্ট করা যাবে বা রিডাইরেক্ট ‘(>)’ ব্যবহার করে কোনো টেক্সট ফাইলের মধ্যে ইনপুট হিসেবে নেওয়া যাবেঃ
[root@desktop ~]# echo “Hello World !!!”
Hello World !!!
[root@desktop ~]# echo “Hello World !!!” > test
[root@desktop ~]# ls
test
[root@desktop ~]# cat test
Hello World !!!
➡44. ‘egrep’ বা ‘grep’ কমান্ড ব্যবহার করে ফাইল বা টেক্সট থেকে pattern খুঁজে বের করা যাবে। নিচের কমান্ডের মাধ্যমে ‘/etc/passwd’ ফাইলের মধ্যে থেকে ‘root’ (pattern/keyword) কে খুঁজে বের করা হয়েছেঃ
[root@desktop ~]# egrep ‘root’ /etc/passwd
root:x:0:0:root:/root:/bin/bash
operator:x:11:0:operator:/root:/sbin/nologin
➡45. ‘eject’ কমান্ড ব্যবহার করে CD/DVD ট্রে (Tray) খোলা এবং বন্ধ করা যাবেঃ
[root@desktop ~]# eject ; DVD Tray Open
[root@desktop ~]# eject -t ; DVD Tray Close
➡46. ‘ethtool’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে NIC কার্ড এর ‘Network/link/speed/mode’ ইত্যাদি তথ্য জানা যাবে বা পরিবর্তন করা যাবে। এই উদাহরণে নেটওয়ার্ক কার্ডের নাম ‘ens33’ এবং এটা সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে।
[root@desktop ~]# ethtool ens33
Settings for ens33:
Speed: 1000Mb/s
Duplex: Full
Port: Twisted Pair
Auto-negotiation: on
Link detected: yes
[root@desktop ~]# ethtool -s ens33 speed 100 autoneg off
[root@desktop ~]# ethtool ens33
নোটঃ উপরে সর্বশেষ কমান্ড দিয়ে লিংক স্পিড ‘100 mbps’ এবং ‘Auto-negotiation’ বন্ধ করা হয়েছে।
➡47. ‘exit’ কমান্ড ব্যবহার করে লিনাক্সের shell/terminal থেকে বের (exit) বা লগ আউট হওয়া যাবেঃ
[root@desktop ~]# exit
➡48. ‘fdisk -l’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে হার্ডডিস্ক সাইজ, পার্টিশন লেআউট, ডিভাইস নাম, ব্লক ইনফরমেশন, ডিস্ক টাইপ (MBR/GPT), পার্টিশন টাইপ এবং মাউন্ট পয়েন্ট সম্পর্কিত তথ্য পাওয়া যাবেঃ
[root@desktop ~]# fdisk -l
Disk /dev/sda: 32.0 GB, 30843545600 bytes, 52428800 sectors
Units = sectors of 1 * 512 = 512 bytes
Disk label type: dos
Device Boot Start End Blocks Id System
/dev/sda1 * 2048 976895 487424 83 Linux
/dev/sda2 976896 20506623 9764864 83 Linux
/dev/sda3 20506624 24506367 1999872 82 Linux
swap/Sola
/dev/sda4 24506368 52428799 13961216 83 Linux
➡49. ‘fdisk /dev/sda’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে নতুন পার্টিশন তৈরি, ডিলিট করা যাবেঃ
[root@desktop ~]# fdisk /dev/sda
Disk /dev/sda: 32.0 GB, 30843545600 bytes, 52428800 sectors
Units = sectors of 1 * 512 = 512 bytes
➡50. ‘file’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে কোনটা কি ধরনের ফাইল সেটা জানা যাবেঃ
[root@desktop ~]# file /etc/passwd
/etc/passwd: ASCII text
[root@desktop ~]# file /dev/sda
/dev/sda: block special